ক্যাম্পাস

নোবিপ্রবি ও কপিন স্টেট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ও যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটির মধ্যে ন্যানোটেকনোলজি বিষয়ক সমঝোতা চুক্তি হয়েছে।

রোববার বিকেলে নোবিপ্রবি উপাচার্যের আবাসিক কার্যালয়ে এই স্মারক সই অনুষ্ঠান হয়। এতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম এবং  যুক্তরাষ্ট্রের কপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন ন্যানোটেকনোলজি সেন্টারের পরিচালক অধ্যাপক এম জামাল উদ্দিন পিইচডি।

এ সময়ে আরো ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক উদ্দিন, নোবিপ্রবি প্রক্টর ও  শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইউছুফ মিঞা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। নোবিপ্রবি/ফাহিম/মাহি