ক্যাম্পাস

মুজিববর্ষে কুবিতে সাশ্রয়ী হ্যান্ড সেনিটাইজার বিতরণ

করোনায় ধরাশায়ী পুরো বিশ্ব। একইভাবে দেশেও বাড়ছে এর আতঙ্ক। এরই মাঝে মুজিববর্ষের প্রথম দিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ।

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে মাত্র ২৫ টাকা শুভেচ্ছা মূল্যে প্রতিটি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে তারা।

মঙ্গলবার সকালে স্যানিটাইজার বিতরণপর্ব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় তিনি বলেন, ‘ফার্মেসি বিভাগের জনকল্যাণকর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতে প্রশাসনের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। এটা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য সৌভাগ্যের বিষয়।’

এর আগে ১৫ মার্চ রাতেও বিভাগটি নিজস্ব অর্থায়নে প্রায় ৩০০টি হ্যান্ড সেনিটাইজার প্রস্তুত করেছিল। পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ড সেনিটাইজারগুলো সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করে তারা। কুবি/মাহফুজ/মাহি