ক্যাম্পাস

জাতীয় বই পাঠ প্রতিযোগিতায় প্রথম চবির আমিরুল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় বই পাঠ প্রতিযোগিতা-২০ সম্পন্ন হয়েছে। এতে প্রথম হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিরুল হক।

আমিরুল হকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। প্রথম হওয়ায় আমিরুল হক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রথমবার এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আর প্রথমবারেই ১ম স্থান অর্জন করতে পেরে আমি অনেক আনন্দিত। সাহিত্য আর ব্যবহারিক জীবনের কিছু চমৎকার বই তালিকায় ছিল। মূলত প্রতিযোগিতার কল্যাণে নিজের ঝুড়িতে ভালো কিছু বই সংযোজন করতে পেরে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। মহামারির এই কঠিন সময়ে প্রতিযোগিতা আয়োজন করার জন্য ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’কে অশেষ ধন্যবাদ।’

উল্লেখ্য, গত ১৫ মে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম অনলাইনে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। চবি/মাহবুব/মাহি