ক্যাম্পাস

৩০০ পরিবারে ঈদ উপহার দিলো মেহেরপুর ভাবনা

ঈদের খুশিকে সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সামাজিক সংগঠন ‘মেহেরপুর ভাবনা’ পাঁচ দিনব্যাপী জেলার ৩০০ অসহায় পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছে।

সম্প্রতি করোনার এই সংকটময় সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই উপহারসামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায় ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালিত হয়।

মেহেরপুর ভাবনার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, ‘রাতের আঁধারে স্বাস্থ্যবিধি মেনে সবার বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে রোদ-বৃষ্টি উপেক্ষা করে অসহায় পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়ায় আমরা আনন্দিত।’

সংঠনটির প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদ বলেন, ‘বর্তমানে আমরা ৩০০ পরিবারের মধ্যে উপহার পৌঁছে দিয়েছি। তবে আগামীতে এই উপহারের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করব।’

উল্লেখ্য, প্রতি বছর ঈদে নতুন পোশাক, ইফতার, ঈদের বাজার বিতরণ ও বাচ্চাদের মেহেদী উৎসবের আয়োজন করে মেহেরপুর ভাবনা নামের সেচ্ছাসেবী সংগঠনটি। মেহেরপুর/নাজমুল/মাহি