ক্যাম্পাস

‘বাবা মানে ভাবনাহীন দুনিয়া’

বাবা। দু’অক্ষরের একটি শব্দ। বাবা যেন বটবৃক্ষের ছায়া। বাবা সন্তানের কাছে বন্ধুর মতো, আবার বাবা পথপ্রদর্শক। সন্তানের কাছে বাবা একটি নিরাপদ আশ্রয়, ভাবনাহীন দুনিয়া।   

আজ বিশ্ব বাবা দিবস। তথ্যমতে, জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের প্রায় ৭৪টি দেশে বাবা দিবস পালিত হয়। তৃতীয় রোববার হিসেবে এ বছর ২১ জুন পালিত হচ্ছে বাবা দিবস।

বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে বাবা দিবস। তবে এবার করোনার এই মহামারি প্রান্তে ঘরবন্দি থেকেই একসাথে সময় কাটাচ্ছে বাবা-সন্তানেরা। বাবাকে ভালোবাসেন সব সন্তানই। তবে বাবার প্রতি ভালোবাসা প্রকাশের ধরন একেক বয়সী সন্তানের একেক রকম।

উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে তাহরিমা মেহজাবিন। বাবার প্রতি রয়েছে তার তীব্র ভালবাসা। তিনি বলেন, বাবা মানে এক বিশাল বটবৃক্ষের ছায়া, বাবা মানে অনেকখানি মায়া, বাবা মানে নিজে কষ্টে থাকলেও সন্তানকে দুধেভাতে রাখা। সোশ্যাল মিডিয়ায় বছরে একদিন বাবাকে নিয়ে মাতামাতি না করে সবার উচিৎ বাস্তবে অনুভূতিগুলো তুলে ধরা। শুধু একদিনই নয় প্রতিদিনই হোক বাবা দিবস। বাবাকে নিয়ে লেখা কখনোই শেষ হবে না। শুধু এতটুকু বলবো ‘তোমাকে খুব ভালোবাসি আব্বু!

মিরপুরের বাসিন্দা শুভ্রা চৌধুরী। বাবা দিবসের ভাবনায় তিনি বলেন, বাবা মানে ঈশ্বরের এক বিশেষ উপহার। আর মেয়েদের কাছে বাবার স্থান সবচেয়ে উপরে। বাবা হচ্ছে সে, যে সব কষ্ট মুখ বুঝে নিয়ে সন্তানদের হাসি ফুটাবে। বাবা হচ্ছে এমন এক মানুষ, যে নিস্বার্থভাবে ভালোবাসতে জানে, পৃথিবীর সব বাবা যেন ভালো থাকেন।

মাসুম বিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। তিনি বলেন, ঘুষখোরের ছেলে কিংবা সুদখোরের ছেলেরা বাবার পেশার জায়গায় কখনোই ঘুষখোর-সুদখোর লেখে না। একটা খুনির ছেলেও জানে তার বাবা খুনি। জেনেও লেখতে পারে না। যদি কোনো দিন লেখতে পারে, তাহলে সেদিন জন্ম নেওয়ার আনন্দ পাওয়া যেতে পারে। ভালো থাকুক এই দুনিয়ার সব বাবা। সন্তানের কাছে একটাই পরিচয় হোক, সে বাবা।

তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদুল হক জুয়েল মোড়ল। নানা ব্যস্ততার ভেতরেও নিয়ম করে সময় দেন বাবাকে। তিনি বলেন, আমার বাবা হলেন সবচেয়ে নির্ভরতার জায়গা, স্বপ্নপূরণের বিরামহীন সঙ্গী, ভালো বন্ধু, ভবিষ্যৎ গড়ার কারিগর। বাবা হলেন একটা পরিবারের স্তম্ভ, বাবার ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব না। বাবা দিবসে পৃথিবীর সব বাবার প্রতি রইল শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা।

শাহিনুর লিটন ঝিনাইদহের একটা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। বাবাকে ভেবে তিনি বলেন, বাবা শব্দটির মধ্যে যেন নিশ্চিত ভরসার স্বাদ রয়েছে। তাই বাবাকে ভালোবাসার এক অন্তশ্রোত আমার মনের গভীরে সর্বদা বয়ে চলে। বাবা নির্ভরতার একমাত্র আশ্রয়স্থল। বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান তালাত সুলতানা। বাবা দিবসের ভাবনায় তিনি বলেন, বাবা দিবসে শুধু বাবার প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শন পছন্দ না হলেও এমন একটি দিনে বাবা নিয়ে মাতামাতি মন্দ নয়। সংসারে মা-বাবার বিশাল ভূমিকা। সনাতন সমাজে, পিতৃতান্ত্রিক সমাজে বাবার অবদান বিশেষত অর্থনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁর সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা অসীম।

কন্যার বিয়ের সময় পিতার বংশ পরিচয়, শিক্ষা, পেশা, আয় বিশেষ গুরুত্ব পায়। সব পরিবারেই পিতার ত্যাগ, অবদান বিদ্যমান। পিতৃস্নেহ ব্যক্তির জীবনে জরুরি। পিতার আদর্শ, মূল্যবোধ, ন্যায়, নিষ্ঠা, শৃঙ্খলা সন্তানের জন্য পাথেয়। বাবা দিবসে আমার বাবাসহ সব বাবাকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।

তবে বাবা দিবস নিয়ে সমালোচনাও কম নয়। সমালোচকরা বলেন, বাবাকে স্মরণ করার জন্য শুধু একটি দিন কেন! কেউ কেউ বলে থাকেন, বাবা দিবসটা ঠিক আমাদের জন্য নয়। এটি মূলত পাশ্চাত্যের। বাবা শত শত সাধারণের মাঝেও অসাধারণ হয়ে ওঠা মানবপিণ্ড, যার শেষ মুহূর্তটুকু দিয়েও সন্তানকে ভালোবেসে যান অকাতরে। বাবা দিবসের এই দিনে সব বাবাকে শ্রদ্ধা। ভালো থাকুক পৃথিবীর সব বাবা।

লেখক: শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ। ঢাকা/হাকিম মাহি