ক্যাম্পাস

কুবির ওয়েবিনারের অতিথি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক গবেষণা গ্রুপের (Social Research Group) ১৭তম ওয়েবিনারে (ওয়েব সেমিনার) অতিথি হয়ে আসবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এ ওয়েবিনারটি হবে সোমবার (৬ জুলাই) রাত ৯টায়।  রোববার (৫ জুলাই) সামাজিক গবেষণা গ্রুপের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সামাজিক গবেষণা গ্রুপের (Social Research Group) সমন্বয়ক এবং  বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার সঞ্চালনায় এ ওয়েব সেমিনারের ১৭তম পর্বে ‘বাংলাদেশে কোভিড-১৯: মানবাধিকারের প্রেক্ষাপট’ নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ আইনজীবি।

সংশ্লিষ্ট বিষয়ের সাথে সাথে বাংলাদেশে কোভিড-১৯ এর প্রেক্ষাপটে মানবাধিকার সংক্রান্ত  নানা বিষয়ের প্রশ্নের ও মতামতের উপর আলোচনা করবেন তিনি। এছাড়াও বাংলাদেশে মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোকপাত করবেন বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, মহামারি  করোনা সংকটের এই সময়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে চিন্তা আর আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়মিত ওয়েব সেমিনার আয়োজন করে আসছে। কুবি/শরীফ/মাহি