ক্যাম্পাস

বেরোবি ছাত্রলীগের বৃক্ষরোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

৫ জুলাই (রোববার) এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার নেতৃত্বে ক্যাম্পাসের শেখ হাসিনা চত্বরসহ বিভিন্ন স্থানে ভেষজ, ফলজ ও ঔষধি গাছ লাগান ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, বেরোবি বঙ্গবন্ধু হল সভাপতি পোমেল বড়ুয়াসহ ছাত্রলীগ কর্মী তানভীর, ঐশী প্রমুখ।

বঙ্গবন্ধু হল ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচিতে বিভিন্ন ভেষজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হচ্ছে। সবাকেই বৃক্ষরোপণে অংশগ্রহণ এবং পরিচর্যা করার আহব্বান জানাচ্ছি।’

বৃক্ষরোপণ নিয়ে শাখা ছাত্রলীগ সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার বলেন, ‘আমরা বেরোবি ছাত্রলীগ এই মুজিববর্ষেই ক্যাম্পাসের শতভাগ সবুজায়ন নিশ্চিত করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’ বেরোবি/হিমেল/মাহি