ক্যাম্পাস

নিবেদন

নয়নের ভাবের সাগরে ভাসাইছি দেহ,

অথৈ তাহার জলের মাঝে খুঁজেছে কি কেহ?

প্রণয়ের মোহরো তরে দিয়াছি আমার মন,

অধর ছুঁতে জলের গানের দরকার কতক্ষণ?

 

অংশরূপে দীঘির জলে তোমায় করা আলিঙ্গন,

স্বপ্ন হলে,অলীক বলেই ভাববো না হয় সারাক্ষণ।

ওই,

কালো চুলের ভানের লাগি হইয়াছি বেহুশ,

রাতের আঁধার, আঁধারে রাধার জোছনামুখে দিল খুশ।

 

মিষ্টি বুলির মহাকাশে উড়াইছি মোর দেহ,

অনন্ত শূন্য মাঝে হারাইছি, তা কি জানে কেহ?

সত্যরূপে আসো আমার লালচে ঘরে চিরন্তন,

গ্রহণ করো, গ্রহণ করো আমার প্রেমের নিবেদন!

কবি: শিক্ষার্থী, রাজউক উত্তরা মডেল কলেজ।

 

সিরাজগঞ্জে/মাহি