ক্যাম্পাস

এই শহরে ভালোবাসা নেই

এই শহরে ভালোবাসা নেই

আছে কেবল নিঃসঙ্গ রাত,

নির্জন আকাশের ঝলসানো চাঁদ,

নিষ্প্রাণ নিষ্প্রভ বাতাস। 

 

এই শহরে প্রেম নেই

বরং রয়েছে শূন্যতা,

সোডিয়াম বাতির আলোতে সৃষ্ট;

প্রেমের গল্পের অপূর্ণতা।

 

এই শহরে নেই কোনো আশা

কেন শুধু স্বপ্ন নিয়ে শুধু বেঁচে থাকা?

শত শত প্রেমের উপাখ্যানের ভিড়ে,

বারংবার শুধু ভেঙেই চলেছে প্রত্যাশা।

 

এই শহরে নেই কোনো হাসি

নেই কোনো আদর্শ অথবা নৈতিকতা,

প্রতিনিয়ত নেতিয়ে পড়ছে

রক্তজবার মতো লুকানো ভালোবাসা।

 

এই শহরে প্রেম নেই

আছে কিছু বাবুই পাখির অট্টালিকা,

আছে ফাঁকা মাঠ-ঘাঠ

আশ্রয়হীন পথিকের জন্য উষ্ণ রাত।

 

এই শহরে প্রেম নেই

তবে ইচ্ছে আছে, 

স্বপ্নও আছে,

মুছে যাওয়া গল্পও আছে।

উত্তাল নদীর প্রশান্ত ঢেউ নেই,

বুকের বাম পাশে মৃদু কম্পনের আনন্দ নেই,

বেঁচে থাকার নিমিত্তে আকাঙ্ক্ষার তবু শেষ নেই।

কবি: শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি/মাহি