ক্যাম্পাস

কিছু বলতে পারিনি আমিও

ঈদে ঘুরতে বেরিয়েছি, ফাঁকা প্রায় রাজধানীর পথে ছুটে চলেছি বাসে। গাড়িতে চেপে বসতেই ছোট এক ছেলেকে দেখলাম ভাড়া চাইছে সবার কাছে। সবার নতুন পোশাকের মাঝে  ওর জামাটি একটু বেমানান।

ভাড়ার সাথে অধিকন্তু বাড়িয়ে চাওয়াতে অনেকটা শোরগোল বেধে গেলো। ভাড়া নিতে আসা ছোট ছেলেটিকে কতজন কতভাবে আঘাত করল, দেখাল কত যুক্তি, আইনের কথা বলতেও বাকি রাখল না অনেকে। ছেলেটি তবু অনুনয়ের সাথে চেয়েই গেলো।

ওর চোখে তাকিয়ে পড়ে ফেললাম কিছু কথা; শত চেষ্টা করেও যে কথাগুলো বলতে পারেনি সে। ক্ষুব্ধ চোখ থেকে যেন কিছু প্রশ্ন ঠিকরে পড়ছে- ঈদ কি শুধুই তোমাদের জন্য? আমাদের কি উপভোগের অধিকার নেই? কিছু টাকার জন্যই তো আজকের দিনেও পথে বেরিয়েছি। একটু বাড়িয়ে দিতে তোমাদের এত কষ্ট কেন? যদি আমরা না বেরোতাম তোমাদের কেমন হতো?

ওর শেষ প্রশ্নটি আমার ভাবনায় খুব লেগেছে। আমার ভাবনা ছেলেটির মুখ নিঃসৃত অনুনয় শব্দ থেকে চলে গেছে আরও গভীরে, কণ্ঠ পেরিয়ে শব্দ সৃষ্টির উৎসে। শুনতে পেলাম আরও কিছু কথা যেগুলো লুকিয়ে রেখেছিল অন্তরালে।

ঈদে মাকে একটি নতুন শাড়ি কিনে দেওয়ার স্বপ্ন এবার পূরণ করেছে সে। গত কয়েক দিনের জমানো টাকা দিয়েও তা কেনা যাচ্ছিল না; তাই মালিকের থেকে অগ্রিম টাকা নিয়ে শাড়িটি তুলে দিয়েছিল মায়ের হাতে। সে টাকা পরিশোধ করতেই আজ পথে আসা।

কথাগুলো শুনতে শুনতেই কখন যেন স্তব্ধ হয়ে গেছি। ছেদ পড়ল তার ডাকেই ‘ভাই ভাড়াটা দেন’। মুখ তুলে শুধুই তাকিয়ে ছিলাম, কিছু বলতে পারিনি আমিও।

সবাই কেন সে ভাষা পড়তে পারে না? কেন এই বিভেদ? উদাস বদনে ভাবছিলাম এসবই। হঠাৎ বাঁশির শব্দে বাইরে তাকালাম দেখতে পেলাম নীল পোশাকে ট্রাফিক পুলিশটি সরু লাঠি নিয়ে ফুকছে সে বাঁশি।

আমার দৃষ্টি তার বস্ত্র, মাংস ভেদ করে পৌঁছে গেলো ভেতরে, দিব্যকর্ণে শুনতে পেলাম তার হৃদয়ের কথামালা। ‘বাবা তুমি এবারো কেন এলে না?’ ছোট মেয়েটির এই প্রশ্নটি এখনো বাজছে সেখানে। বাঁশির প্রতিটি ফুৎকারে নিজেই খুঁজে চলেছে তার জবাব।

অনেক কিছু খুঁজে পেলেও মেয়েকে বোঝাতে পারেনি সে। মেয়ের কান্না আর স্ত্রীর অভিমানী কথাগুলো সবাইকে জানাতে চাইছে বাঁশির শব্দে। কিন্তু সেই শব্দের ভেতরের কথা বুঝতে পারেনি অনেকে।

গাড়ি সামনে আসতেই থামিয়ে দিলো লাঠি দিয়ে, অনেকেই ঝাঁজালো কণ্ঠে ক্ষোভ ঝাড়ল তার প্রতি। আমার ইচ্ছে হচ্ছিল সবাইকে কিছু কথা বলি কিন্তু কিছু বলতে পারিনি আমিও।

কবি: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।