ক্যাম্পাস

কবিতা: বিষণ্নতা

আমি বিষণ্নতা দেখেছি  ছুঁয়ে দেখেছি, বলতে পারো  বিষণ্নতা আমাকে গিলতেও হয়েছে জানো, বিষণ্নতা আমাকে আষ্টেপৃষ্টে ধরেছিল।

আমি যেন কেমন একা হয়ে পড়েছিলাম অনেকেই সরে পড়তো যখন শুনতো আমার নাম। আমি তখন খুব একা, যন্ত্রণা, গ্লানি বয়ে বেড়িয়েছি আমি মাঝে মাঝে ভেঙে পড়তাম খুব কিছু মূল্য থাকলেও তা কি পেতাম?

আমি বিষণ্নতা দেখেছি  গায়ে মেখেছি, শরীরে মেখেছি। বাকিরা, আরও ঢেলে দিয়েছে কেউ এসে বলেনি  একটু বিষণ্নতা দাও। কীভাবে বলবে? বিষণ্নতা যে বিষ। 

তাই তো আজ নীল হয়ে গেছি যন্ত্রণা, শোক স্পর্শ করে না আমায় আমার নিঃশ্বাসে সব ভয় পায় তাই আমি আমি তাই একা চলি নিজে নিজে কথা বলি।

আমি আমার নীল ছাড়িয়ে  কোনো দিন কি সবুজ হতে পারি? আমি কি কোনো দিন  করতে পারি খুনসুটি, মারামারি?

আমি বিষণ্নতা দেখেছি  গিলে খেয়েছি  ওরা সবাই মেখে দিয়েছে,  কেউ এসে বলেনি  একটু বিষণ্নতা দাও  একটু সুখ নাও।  তাইতো আমি আজ  অশুভের প্রতীক হয়েছি আমি বিষণ্নতা গিলেছি।

কবি: শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।