ক্যাম্পাস

রাইজিংবিডি এডুকেশন অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু

‘রাইজিংবিডি এডুকেশন অলিম্পিয়াড-২০২০’ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। 

প্রথমবারের মতো ১০ আগস্ট শুরু হওয়া এডুকেশন অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত।  

সর্বমোট ৫০ নম্বরের এ পরীক্ষাভিত্তিক প্রতিযোগিতায় যেকোনো বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।  

প্রতিযোগিতায় বিষয়ের মানবন্টন; এমসিকিউ বাংলা-৫, ইংরেজি-৫, বাংলাদেশ বিষয়াবলী-৫, আন্তর্জাতিক বিষয়াবলী-৫, আইসিটি-৫, বিজ্ঞান-৫, চিন্তন দক্ষতা-৫, লিখিত; দেশের শিক্ষাব্যবস্থার সমস্যা বিষয়ক এডুকেশনাল কেস সলভিং-১৫।

অলিম্পিয়াডে প্রাইজমানি হিসেবে থাকছে- চ্যাম্পিয়ন ৫০০০ টাকা, রানারআপ ৩০০০ টাকা ও সেকেন্ড রানারআপ ২০০০ টাকা। এছাড়া পরবর্তী ১০ জন প্রতিযোগী প্রতিজন পাবেন ৫০০ টাকা করে প্রাইজমানি। 

এডুকেশন অলিম্পিয়াডের টাইটেল স্পনসর থাকছে দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম, কো-স্পনসর রিসার্চ পয়েন্ট, এছাড়া মিডিয়া পার্টনার জাগো নিউজ, রেডিও পার্টনার বাংলা রেডিও, এনগেজমেন্ট পার্টনার অপরচুনিটি পয়েন্ট, আইটি পার্টনার টোমোরোলাইফ৷ 

পাবলিকিয়ান ফেসবুক পেজ বরাতে জানা যায়, করোনা পরবর্তী এবং বর্তমান শিক্ষাব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের কী ভাবনা ও চিন্তা, তা সামনে আনতে তারা এ ধরনের অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন পাবলিকিয়ান ফেসবুক পেজে। ইভেন্ট লিঙ্ক-http://bit.ly/EduOlympiad​​​​​​​

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন- https://events.publician.net/registration/