ক্যাম্পাস

মাহবুব এ রহমানের একগুচ্ছ জনকের ছড়া

বাংলাদেশের জনক বাংলাদেশের জনক তিনি জুলুমবাজের টনক তিনি নাড়ান— কর্ম এবং বুদ্ধি দিয়ে মনের পূত ও শুদ্ধি দিয়ে কণ্টকময় পথটা তিনি মাড়ান।

বুকের ভালোবাসা দিয়ে মনের জমা আশা দিয়ে পথহারানো একটা জাতির খুঁজেন বাঁচার পথ

আজকে তিনি নেই তো বেঁচে মারলো ঘাতক ভিন্ন প্যাঁচে তাঁর শোকেতে আজো জাতির শুকায়নি দুঃখ-ক্ষত!

বঙ্গবন্ধু শেখ মুজিব তেজোদ্দীপ্ত ভাষণে যার সাতকোটি লোক জাগে সবুজ-শ্যামল দেশটা সোনার পেলাম রে যার ত্যাগে।

যার কারণে আমরা হলাম একটি স্বাধীন জাতি বিশ্বজুড়ে ছড়িয়ে আছে হাজার রকম খ্যাতি।

জেল-জুলুমে যান নি দমে করতে প্রতিবাদ হাত ধরে যার পেলাম সবে স্বাধীনতার স্বাদ।

সবাই চিনে তাকে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর মহান এ নেতাকে।

এখনো যার ভাষণ শুনে ভরে হৃদয় মন অভাবটা তার হয় অনুভব এখন প্রতিক্ষণ।

এক আঙুলের ইশারা এক আঙুলের ইশারাতে দিনে কিংবা নিশারাতে একাত্তরে একটা জাতি লড়েছিল রণে—

দেশের প্রতি টানটা ছিলো অনেকে নিজ জানটা দিলো যুদ্ধে মাঠে নেমেছিল বাবা-ছেলে, কনে৷

সেই সে নেতার নাম কি ছিল জাতির লাগি জীবন দিলো বলছি তবে সেই সে নেতার নাম—

টুঙ্গিপাড়ার ছেলে তিনি বঙ্গবন্ধু নামে চিনি যার কথাতে রক্ত দিয়ে রাখছি দেশের দাম।