ক্যাম্পাস

খুবি ইনোভেশন ক্লাবের ‘ইনভেন্টাম ২০২০’-এ আবেদন শুরু 

খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাব প্রথমবারের মতো দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে অনলাইন প্রতিযোগিতা ‘ইনভেন্টাম ২০২০’।

অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ ২৭ অক্টোবর, চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। 

প্রতিযোগিতায় থাকছে ৩টি সেগমেন্ট-

১. আটিকেল রাইটিং প্রতিযোগিতা

২. ভিডিও মেকিং প্রতিযোগিতা

৩. কুইজ

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের মূল্যবান সময়কে আরও কার্যক্ষম করার লক্ষ্যে খুবি ইনোভেশন ক্লাব এই উদ্যোগ নেয়। 

এ বিষয়ে অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে সাদিদ আহমেদ শাহরিয়ার বলেন, ‘আমরা সবার কর্মক্ষমতা বৃদ্ধির সুযোগ করে দিতে চাই। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ইভেন্ট, আলোচনা ও প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি কামনা করছি।’ 

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। 

এছাড়াও ই-লার্নিং পার্টনার বহুব্রীহি, এডুকেশনাল পার্টনার লেক্সিকন, অ্যাঙ্গেজমেন্ট পার্টনার অপরচুনিটি পয়েন্ট যুক্ত হয়েছে।

খুবি/মাহি