ক্যাম্পাস

জাবি চিকিৎসা কেন্দ্রের সব অ্যাম্বুলেন্স নষ্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সব অ্যাম্বুলেন্সই নষ্ট হয়ে পড়ে আছে। ফলে গুরুতর রোগীরাও পাচ্ছেন না আ্যাম্বুলেন্স সেবা। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ভোগান্তি আরও দিন দিন বাড়ছে।  

চিকিৎসা কেন্দ্রের অধীনে অ্যাম্বুলেন্স রয়েছে ৫টি। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলা বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী শামসুজ্জোহা স্থির। তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় দ্রুত এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু তখন পাওয়া যায়নি কোনো অ্যাম্বুলেন্স।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘গুরুতর অসুস্থ হয়ে মেডিকেলে এসে আমরা কোনো অ্যাম্বুলেন্স পাইনি। অনেকক্ষণ অপেক্ষা করার পর বিশ্ববিদ্যালয়ের মালবাহী একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয় আমাকে।’

এদিকে গত বছর পহেলা বৈশাখের সময় মেডিকেলের অব্যবস্থাপনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী। অসুস্থ হয়ে এনাম মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান তিনি।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. শামছুর রহমান বলেন, ‘অ্যাম্বুলেন্স সবগুলোই নষ্ট। সম্প্রতি একটি দুর্ঘটনায় পড়ে নষ্ট হয়েছে ভালো থাকা অ্যাম্বুলেন্সটিও। একটি অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে ও আরও দুইটা অ্যাম্বুলেন্স ঠিক হয়ে আসবে দ্রুতই।’

পরিবহন অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আলী আজম তালুকদার বলেন, ‘নষ্ট হওয়া অ্যাম্বুলেন্সগুলো মেরামতের জন্য দেওয়া হয়েছে। খুব দ্রুতই ঠিক হয়ে আসবে অ্যাম্বুলেন্সগুলো।’

জাবি/তাজুল/মাহি