ক্যাম্পাস

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বে যারা 

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। এতে দৈনিক আমাদের নতুন সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুরতুজা হাসান সভাপতি ও দৈনিক খবরপত্রর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে এ নির্বাচন হয়। 

নির্বাচন শেষে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ফলাফল ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।

১৬ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান কবীর (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম (দৈনিক গণমানুষের আওয়াজ), সাংগঠনিক সম্পাদক- তাসনিমুল হাসান (দৈনিক আমাদের অর্থনীতি), দপ্তর সম্পাদক-মোস্তাফিজ রাকিব (ভোরের ডাক ও বার্তা বাজার), কোষাধ্যক্ষ-মোয়াজ্জেম আদনান (দৈনিক জনবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক-রেজা আহমেদ জয় (একাত্তর নিউজ টিভি)।

কার্যকরী সদস্য হিসেবে রযেছেন সোহান সিদ্দিকী (ডেইলি আওয়ার টাইম), ফারহানা নওশিন তিতলী (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), মাথিয়া ঐশী (বিডিটুডেস), শাহীন আলম (মুক্ত ক্যাম্পাস), মাসুদুর রহমান মাসুদ (ডেইলি অবজারভার), তারিক সাইমুম (বাংলাদেশ নিউজ অ্যাজেন্সি), শাহরিয়ার কবির রিমন (একাত্তর জার্নাল) ও জিম আহাম্মেদ (বাংলা পত্রিকা)।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম। 

এদিকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র  বর্মণ।

ইবি/মাহি