ক্যাম্পাস

মিঠাপুকুরে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ 

হঠাৎ শীত উত্তরবঙ্গের মানুষকে কাবু করে ফেলছে। এখানকার অসহায়, দরিদ্র মানুষের জন্য করোনা পরিস্থিতিতে শীত যেন মরার ওপর খাঁড়ার ঘা। এমন অসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানবিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’।

মঙ্গলবার (১০ নভেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার অসহায় মানুষের মাঝে স্বপ্নপূরণ ফাউন্ডেশন এই শীতবস্ত্র বিতরণ করে। এতে অর্থায়ন করেছে ‘অংকুর ফাউন্ডেশন’।  

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. নাহিদ মিয়া। তিনি বলেন, ‘শীতে মানুষের কষ্ট দূর করার প্রত্যয়ে আমাদের এই কাজ করা। আর এভাবেই পুরো শীতে গরীব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করে যেতে চাই আমরা।’

অনুষ্ঠানে ফাউন্ডেশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের পাশে দাঁড়াতে দেশের একঝাঁক মেধাবি তরুণ মিলে গড়ে তোলেন এই ফাউন্ডেশন। ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় ত্রাণ, এতিম খানায় একবেলার আহার, করোনাকালীন মসজিদে সচেতনতা বৃদ্ধি ও নানারকম সমাজ সেবামূলক কাজে সংগঠনটি নিয়োজিত আছে।

রংপুর/মাহি