ক্যাম্পাস

নন-ইউরোপিয়ানরা পড়তে পারবেন পোল্যান্ডের কভেনট্রিতে

এখন থেকে স্নাতক পর্যায়ে নন ইউরোপীয় শিক্ষার্থীদেরও ভর্তি নেবে পোল্যান্ডের অর্কলো শহরে অবস্থিত ব্রিটিশ কভেনট্রি বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়টির অর্কলো ক্যাম্পাস নন-ইউরোপীয় শিক্ষার্থী ভর্তির অনুমতির জন্য অপেক্ষা করছিল। এ অপেক্ষার অবসান ঘটলো পোল্যান্ডের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জন ডিসম্যান বলেন, ‘আমাদের অর্কলো ক্যাম্পাসে সারা বিশ্বের শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আমরা একটি বৈচিত্র্যময় শিক্ষা পরিবেশ গড়ে তুলতে পারবো। এটি আমাদের বর্তমান শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলবে।’

এ বিশ্ববিদ্যালয়ের অর্কলো ক্যাম্পাসে ডিজিটাল টেকনোলজি, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, এভিয়েশন ম্যানেজমেন্ট ও সাইবার সিকিউরিটির মতো বিষয়গুলো নিয়ে পড়া যায়। আর এসব বিষয়ে পোল্যান্ডে বসেই অর্জন করা যাবে মূল ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি।

এখানে বছরে ছয়টি ব্লকে যথাক্রমে সেপ্টেম্বর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল ও জুনে ভর্তির সুযোগ পাওয়া যায়। পার্ট টাইম অথবা ফুল টাইম দু’ভাবেই ভর্তি হওয়া যায়।

তবে পার্ট টাইম শিক্ষার্থীদের বছরে চারটি ব্লক ও মোট ১২টি ব্লকের মধ্যে কাঙ্ক্ষিত বিষয়ে পড়াশোনা শেষ করতে হবে।

বিশ্ববিদ্যালয়টি পোল্যান্ডে হলেও পড়াশোনার ভাষা ইংরেজি।

ঢাকা/নোবেল/মাহি