ক্যাম্পাস

ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্টস কনফেডারেশনে নতুন নেতৃত্ব 

বাংলাদেশে পর্যটন শিল্পে সর্ববৃহৎ ও প্রথম ছাত্র সংগঠন ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্টস কনফেডারেশন (আইটিএসসি)। 

সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির ২০২০-২২ মেয়াদে ২২ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন শুভ্র হালদার ও সাধারণ সম্পাদক হয়েছেন নান্টু চাকমা।

তৃতীয় মেয়াদে ১২টি প্রতিষ্ঠান কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিত্ব করবে। তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়, পাঁচটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও চারটি কলেজ থেকে মোট ২২ জন সদস্য কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নিয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২ জন, আইইউবিএটি থেকে থেকে ৩ জন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২ জন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৩ জন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে ৩ জন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে ২ জন, তেজগাঁও কলেজ থেকে ১ জন, কক্সবাজার সিটি কলেজ থেকে ২ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১ জন, নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে ১ জন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১ জন ও মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১ জন সদস্য নির্বাচিত হয়েছে। 

বরাবরের মতো তৃতীয় মেয়াদেও ৩০ শতাংশের বেশি নারী সদস্য কমিটিতে স্থান করে নিয়েছেন।

নোবিপ্রবি/মাহি