ক্যাম্পাস

গল্প-সল্প প্রতিযোগিতা: রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ১৫ ডিসেম্বর

কর্মক্ষেত্র ও ব্যক্তি জীবনে হয়রানির প্রতিবাদস্বরূপ ক্ষুদে গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করছে তারুণ্যনির্ভর সংগঠন ‘লেটার গ্রেড’। ‘গল্প-সল্প’ নামে আয়োজিত এই প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘চেতনায় নতুনের শপথ’। 

ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রতিযোগীরা গুগল ফরম পূরণের মাধ্যমে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ক্ষুদে গল্প জমা দিতে পারবেন। 

সোমবার (২৩ নভেম্বর) প্রতিযোগিতার আয়োজকসূত্রে এই তথ্য জানা যায়।

এ সম্পর্কে আয়োজকরা জানান, অনলাইনে প্রতিযোগিতাটি হবে। জমা দেওয়া গল্প যাচাই-বাছাইয়ের পর সেরা ১০ জনের নাম আগামী ২২ ডিসেম্বর ঘোষণা করা হবে। পরবর্তী সময়ে সেরা ৩ জনকে বাছাই করা হবে ও একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ী লেখকের গল্পের ওপর ভিত্তি করে শর্ট ফিল্ম তৈরি করা হবে। এই শর্ট ফিল্মটি মুক্তি পাবে আগামী ১ জানুয়ারি, ২০২১। 

আয়োজকরা আরো জানান, প্রতিযোগিতা নিয়ে ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছে। ইভেন্ট লিঙ্ক- https://fb.me/e/4WdPGTS9n

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

নোবিপ্রবি/ফাহিম/মাহি