ক্যাম্পাস

খুবির ‘ইনভেন্টাম’ প্রতিযোগিতার ফল ঘোষণা 

খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাব প্রেজেন্টস ‘ইনভেন্টাম’ প্রতিযোগিতা-২০২০-এর ফল ঘোষণা করা হয়েছে। অনলাইনে প্রাপ্ত ভোট ও বিচারকদের রায়ের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে প্রতিটি সেগমেন্টের বিজয়ী সেরা ১০ জন। 

রোববার (২৯ নভেম্বর) রাতে ক্লাবটির অফিশিয়াল পেজ থেকে একটি লাইভ সেশনের আয়োজন করা হয়, যেখানে ফল ঘোষণার পাশাপাশি শিক্ষা ও গবেষণায় বাংলাদেশের অগ্রগতি ও সেই খাতে খুবির অবদান নিয়ে আলোচনা করা হয়।

এ বিষয়ে আলোকপাত করতে অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার অ্যান্ড এনভাইরনমেন্ট ডিসিপ্লিনের অধ্যাপক ও শিক্ষার্থী উপদেষ্টা সানাউল ইসলাম এবং কেমিস্ট্রি ডিসিপ্লিনের প্রধান ও অধ্যাপক ডা. রেজাউল হক।

আলোচনা ও ফল ঘোষণার পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি পরিচালনা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘কৃষ্টি’।

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। 

এছাড়াও ই-লার্নিং পার্টনার বহুব্রীহি, এডুকেশনাল পার্টনার লেক্সিকন, অ্যাঙ্গেজমেন্ট পার্টনার অপরচুনিটি পয়েন্ট যুক্ত ছিল।

খুবি/মাহি