ক্যাম্পাস

বিচিত্র কুমারের শীতের ছড়া

শীতের বুড়ি

শীতের বুড়ি এলো ফিরে চাদর গায়ে দিয়ে, কুয়াশা আর শীতল হাওয়া তার সঙ্গে নিয়ে।

থরথরিয়ে কাঁপে বুড়ি শীতের ছোঁয়া পেয়ে, পৌষ আর মাঘ তার ঠান্ডা দুটি মেয়ে।

কাঁথা জড়িয়ে শীতের বুড়ি খকখকানি কাশছে, হিমেল হাত্তয়া শীতল ছোঁয়া সারা দেশে আসছে।

শীতের ছড়া

শীতের সকাল যায় না দেখা ঐ ছোট্ট গ্রামটা, শিশির ঝরে ঠান্ডা লাগে বের হয়ে যায় যেন দমটা।

কেউবা জ্বালায় খড়কুটা কেউবা শীতে কাঁপে, সূর্য মামা দেয় না দেখা সবাই তাকে শাপে।

পাখিগুলোও আগের মতো আর জাগে না ভোরে, রসের হাঁড়ি হাতে নিয়ে কেউবা ফিরে ঘরে।

কৃষক মুখে শোনা যায় দুঃখ সুখের গান, ঘরে ঘরে পিঠা পুলি শীতেই মাতে প্রাণ।

প্রেরণ: আলতাফনগর, দুপচাঁচিয়া, বগুড়া।