ক্যাম্পাস

আহমেদ শিমুর উপন্যাস ‘দর্পণ’ প্রকাশিত

আহমেদ শিমুর লেখা চতুর্থ বই ও তৃতীয় উপন্যাস ‘দর্পণ’ প্রকাশিত হয়েছে। গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগে স্নাতকোত্তর শেষ করেন। স্বামী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের সঙ্গে বর্তমানে ময়মনসিংহে থাকেন। 

২০১৯ সালের বইমেলায় প্রকাশিত হয় উপন্যাস ‘শেষ পৃষ্ঠা’, গত একুশে বই মেলায় শব্দশৈলী প্রকাশনী থেকে উপন্যাস ‘অদৃশ্য দেয়াল’ এবং আদিত্য অনিক প্রকাশনী থেকে কাব্যগ্রন্থ ‘স্পর্শিতা’ প্রকাশিত হয়। 

সামাজিক রহস্যমন্ডিত উপন্যাস ‘দর্পণ’ সম্পর্কে আহমেদ শিমু বলেন, সামাজিক অবক্ষয়, মধ্যবিত্ত শ্রেণীর নির্মম কষ্ট, বেকারত্ব, বৃদ্ধাশ্রম, উচ্চবিত্ত শ্রেণীর প্রতিচ্ছবিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জানি না বিষয়গুলো কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তবে আমি আশাবাদী, ভালো কিছু হয়েছে।

সজীব ওয়াসীর প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে এশিয়া পাবলিকেশনস। বইটির বিক্রয় মূল্য ৩৪০ টাকা। উপন্যাসটি লেখক তার বাবা ইয়াহিয়া আহমেদ ও মা শামিমা আহমেদকে উৎসর্গ করেছেন।

লেখক: শিক্ষার্থী, ফুলবাড়ীয়া রয়েল কলেজ।