ক্যাম্পাস

আলাউদ্দিন হোসেনের দুটি ছড়া   

সূর্যমুখী     সূর্যতাপে হলুদমাখা রঙ ছড়ানো হাসি রঙে রঙিন এলোমেলো পাপড়ি রাশি রাশি। 

সকাল হতে সন্ধ্যা চলে রঙে রঙিন খেলা সূর্যতাপে হাসির সাথে কাটে সারাবেলা।    

পূবের সূর্য পশ্চিমে যায় তালে তালে ঘোরে অন্ধকারে পতিত হয় হাসি নুয়ে পড়ে।

সরষে ও মৌমাছি

প্রকৃতিজুড়ে হলদে ফুল মৌমাছিদের মেলা নাচে গানে মুখরিত কাটে সারাবেলা। 

হলুদ রঙের ছোঁয়া লাগা পল্লী সকল মাঠ   মনের সুখে ওড়াউড়ি মৌমাছিদের হাট।

হলদে ফুলে মাখামাখি মৌমাছিরা হাসে ফুলের ঘ্রাণে মধু টানে আকাশ পানে ভাসে। 

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ।