ক্যাম্পাস

মিনি কুইজ প্রতিযোগিতার ফল ঘোষণা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত সাগরিকা প্রকাশনীর সৌজন্যে মিনি কুইজ প্রতিযোগিতা ২০২১ এর ফল ঘোষণা করা হয়েছে।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিজয়ীদের তালিকা প্রকাশ করে আয়োজকরা। 

দৈনিক আলোকিত সকাল এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে সারাদেশের নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া চার শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করে।

এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় অনলাইনে কুইজটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের আলোকিত সকালের পক্ষ থেকে ই-সনদপত্র এবং সাগরিকা প্রকাশনীর পক্ষ থেকে বই উপহার হিসেবে দেওয়া হয়।

শুরুতে তিনজন বিজয়ী নির্ধারণ করার কথা থাকলেও সাগরিকা প্রকাশনীর সাগ্রহে প্রথম পাঁচ জনকে পুরস্কৃত করা হয়।

এতে প্রথম স্থান অধিকার করে নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাব্বির। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ রায়হান ২য়, চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল ইসলাম ৩য়, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশালের একাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন চক্রবর্তী ৪র্থ এবং কালাইগোবিন্দপুর মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার ৫ম স্থান অধিকার করে।