ক্যাম্পাস

শিক্ষক-শিক্ষার্থীদের ইফতারসামগ্রী বিতরণ 

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছা’র উদ্যোগে অসহায়দের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর থানার কড়ইতলা এলাকায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।  

‘ইচ্ছা’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটির পৃষ্ঠপোষকতা করছেন গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক রাফিজ উদ্দিন। 

এসময় পরিবারগুলোর মধ্যে মুড়ি- ৩ কেজি, ছোলা ১.৫ কেজি, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি, পেঁয়াজ ১ কেজি ও গ্লুকোজ ২০ প্যাকেট করে এক মাসের ইফতারসামগ্রী দেওয়া হয়।

অধ্যাপক রাফিজ উদ্দিন বলেন, ‘সমাজের অসহায় মানুষকে সহযোগিতা করা, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা ও সমাজে বিপদগামী তরুণদের সুন্দর একটি সমাজ উপহার দেওয়াই সংগঠনটির মূল লক্ষ্য। করোনার এই কঠিন সময়ে আমরা তরুণরা এগিয়ে আসলেই এই মহামারির সঙ্গে লড়াই করে বিজয়ী হওয়া সম্ভব।’

এসময় শিক্ষার্থীরা বলেন, সমাজের বিত্তবানদের অনুরোধ করবো, এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।