ক্যাম্পাস

আলাউদ্দিন হোসেনের বৈশাখের ছড়া

বৈশাখ এলে

বৈশাখ এলে গাছের ডালে কৃষ্ণচূড়া হাসে বৈশাখ এলে দিগন্তজুড়ে রঙিন ভেলা ভাসে।

বৈশাখ এলে সূচনা হয় নব দিগন্তের গান বৈশাখ এলে প্রকৃতি নাচে উজাড় করে প্রাণ। 

বৈশাখ এলে মনে লাগে নব রঙিন রঙ বৈশাখ এলে সাজসজ্জা নানা রকম ঢং।   

বৈশাখ মাস   

বৈশাখে হয় মাত্রা ছাড়া বেপরোয়া ঝড় গাছপালা উপড়ে ফেলে ভেঙে ফেলে ঘর। 

সন্ধ্যা হলে খেলা করে কালো মেঘের দল বাতাস এসে দেয় বাড়িয়ে ঝড়ের গতিবল। 

হঠাৎ করে ভেসে আসে কালো মেঘের সুর এক নিমিষেই ছড়িয়ে পড়ে দূর থেকে বহুদূর। 

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ।