ক্যাম্পাস

‘মেহেরপুর ভাবনা’র ঈদ উপহার বিতরণ

মেহেরপুরের সামাজিক সংগঠন ‘মেহেরপুর ভাবনা’ দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। 

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০ টায় স্বাস্থ্য বিধি মেনে প্রায় ৭০ জন শিশু ও বয়স্ক নারীকে ঈদের নতুন পোশাক এবং ৩০টি পরিবারকে ঈদ উপহার দেয়। 

এবার রমজানে এটি তাদের তৃতীয়বারের সফল আয়োজন। এর আগে প্রথম ধাপে ১০০ জনকে ঈদ উপহার দেওয়া হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

সংগঠনের সভাপতি তানভীর আল মামুন বলেন, ‘আমরা মেহেরপুরের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের মতো এবারও ঈদসামগ্রী বিতরণ করেছি। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মেহেরপুরের প্রতিটি মানুষকে হাসিমুখে দেখতে চাই। তার জন্য সবসময় আমাদের কোনো না কোনো প্রচেষ্টা থাকে।’

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদসহ রাহুল, নুসরাত, মিম, আখী, মাইমুনা, টিনা, মিমি, দ্বীপ, সোনালীসহ আরও অনেকেই।

উল্লেখ্য, ‘মেহেরপুর ভাবনা’ জেলার একটি সামাজিক সংগঠন। এর সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।