ক্যাম্পাস

নোবিপ্রবির সব অফিস ১১ আগস্ট থেকে খোলা

করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত মেনে আগামী ১১ আগস্ট থেকে সব অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশে এ বিষয়ে জানানো হয়।

নোটিশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ৮ আগস্ট, ২০২১ এর নির্দেশনা অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ১১ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।