ক্যাম্পাস

স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির ৩য় বর্ষপূর্তি 

মেহেরপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির (সিএফএইচ) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলা কনফারেন্স রুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।  

অনুষ্ঠানে মেহেরপুর জেলায় মানবতার সেবায় নিয়জিত ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ‘সিএফএইচ সেরা সংগঠন অ্যাওয়ার্ড’ ও করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ২টি টিমকে ‘সিএফএইচ করোনা যোদ্ধা অ্যাওয়ার্ড’ দিয়েছে সংগঠনটি।

কাম ফর হিউম্যানিটির অতিরিক্ত সমন্বয়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে ও নুমানুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত সমন্বয়ক রওফন আহমেদ, তেতুলবাড়িয়া ইউনিয়ন এম্বাসেডর সাব্বির আহমেদ পলক, সমন্বয়ক মোছা. শরিফা খাতুন।

এছাড়াও বক্তব্য রাখেন সিএফএইচ করোনা যোদ্ধা অ্যাওয়ার্ড বিজয়ী মেহেরপুর জেলা ছাত্রলীগের কোভিড-১৯ স্বেচ্ছাসেবক ইউনিটের আহ্বায়ক মুনতাসীর জামান মৃদুল, সেরা সংগঠন অ্যাওয়ার্ড বিজয়ী কিশোরের ডাক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, প্রজন্ম সংগঠনের সভাপতি জহরুল ইসলাম, হাসিমুখ সংগঠনের সভাপতি ইকবাল আহমেদ রাজ। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সিএফএইচের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিতে স্কুল, কলেজ, ইউনিয়ন, জেলা উপজেলা মিলিয়ে ১ হাজারেরও বেশি তরুণ অসহায় মানুষ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ভবিষ্যতে সংগঠনটি দেশজুড়ে সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।