ক্যাম্পাস

জাককানইবি খোলার দাবিতে শাখা ছাত্রলীগের স্মারকলিপি

স্বাস্থ্যবিধি মেনে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা বলেন, জাককানইবি শাখা ছাত্রলীগ অতীতের ন্যায় শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার থাকার অঙ্গিকার ব্যক্ত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

দাবিগুলো হচ্ছে-

১. স্বাস্থ্যবিধি মেনে অতিদ্রুত বিশ্ববিদ্যালয় সশরীরে খোলার ব্যবস্থা করতে হবে। ২. বিশ্ববিদ্যালয় খোলার ১ম সপ্তাহেই নতুন হলগুলো খুলে দেওয়া।  ৩. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, যেখানে একবছরে তিনটি সেমিস্টার সম্পন্ন নিশ্চিত করতে হবে। ৪. ২৪ ঘণ্টা মেডিক্যাল সার্ভিস চালু করতে হবে।  ৫. ফোন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স নিশ্চিত করতে হবে।