ক্যাম্পাস

গিনেস বুকে নাম লেখালেন মনিরুল

এক হাতের পিঠে সর্বোচ্চ সংখ্যক পেন্সিল ব্যালান্স করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন মনিরুল ইসলাম।

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪তম ব্যাচের এবং  ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এতথ্য জানা যায়। এর আগে শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি তিনি জানান।

বাংলাদেশের হয়ে ১৫তম গিনেসে নাম লেখানো মমিনুল ইসলামের করা রেকর্ডটি ছিল ‘দ্য মোস্ট পেন্সিল ব্যালেন্স অন দ্য ব্যাক অব দ্য হ্যান্ড ইন থার্টি সেকেন্ড’ টাইটেলের উপর। তিনি এ বছরের ৩ জুন মাত্র ৩০ সেকেন্ডে ৫০টি পেন্সিল ব্যালান্স করার কৃতিত্ব অর্জন করেন। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব।

এর আগের রেকর্ডটিও ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর। তার নাম সিয়াম রেজোয়ান খান। তিনি ৩০ সেকেন্ডে ৪৪টি পেন্সিল ব্যালান্স করতে পেরেছিলেন।

মমিনুল ইসলামের এই কৃতিত্ব জাককানইবির শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অনাবিল আনন্দের মাত্রা যোগ করেছে।

মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশের হয়ে এমন কৃতিত্ব অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। আগামীতে যেন দেশের জন্য আরও বড় কিছু করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন৷