ক্যাম্পাস

রাবির ভর্তি পরীক্ষার্থীদের আবাসন নিশ্চিতের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে ‘স্টুডেন্টস রাইটস এসোসিয়েশন।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাবিতে ভর্তিচ্ছুরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তার দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। ভর্তিচ্ছুদের আবাসন সংকটের ব্যাপার নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে কোনো ফলপ্রসু ফলাফল পায়নি। বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো নেগেটিভ ধারণা নিয়ে ফিরতে না হয় সে দিকটা আমাদের দেখা উচিত।

বক্তারা আরো বলেন, ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে অনেক মেস মালিক বাড়তি টাকা কামানোর ফন্দি করছেন। আমরা সিটি কর্পোরেশনের মেয়র ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই দিকে বিশেষ নজর রাখেন। মানববন্ধনে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহীন জোহরা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মশিউর রহমান, বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা আমানুল্লাহ আমান বক্তব্য দেন।