ক্যাম্পাস

তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ তালাত সুলতানা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন উপাধ্যক্ষ তালাত সুলতানা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) কলেজ সূত্রে এতথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

উল্লেখ্য, এর আগে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন সদ্য সাবেক অধ্যাপক আশরাফ হোসেন। 

এদিকে নিয়োগ পাওয়া বর্তমান অধ্যক্ষ তালাত সুলতানা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে উপাধ্যক্ষ হিসেবেও কর্মরত ছিলেন তিনি।