ক্যাম্পাস

ঢাকা কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রায়হান হোসেন (২২) নামে একজন যুবক আহত হয়েছেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। ওই সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

আহত রায়হান ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য।

আহত রায়হানকে  হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইয়ারউদ্দিন মুন্না বলেন, আমি কারওয়ান বাজার বাংলা ভিশন ভবনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। পরে তাকে পদ্মা জেনারেল হসপিটালে নিয়ে যাই। হাসপাতালে গিয়ে দেখি একই জায়গায় আরেক জনকে তলপেটে ছুকিকাঘাত  করা হয়েছে, তিনি চিকিৎসা নিচ্ছেন।

রায়হান হোসেন বলেন, আমি পল্টন থেকে কারওয়ান বাজার যাচ্ছিলাম বাংলা ভিশন টেলিভিশনে চাকরিরত একজন ভাইয়ের সঙ্গে দেখা করতে। আমি কারওয়ান বাজার মোড়ের একটু আগে   সোনারগাঁও হোটেলের ঠিক অপরদিকে বিআইডব্লিউটিসির গেটের সামনে বাস থেকে নামামাত্র ৭ থেকে ৮ জনের মত কিশোর আমাকে ঘিরে ফেলে। তারা আমার ফোন ও মানিব্যাগ নেওয়ার চেষ্টা করে। আমি দিতে অস্বীকৃতি জানালে তারা আমার হাঁটুর উপরে ছুরি মারে এবং ফুটপাত থেকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। অজ্ঞান হয়ে পড়ি। একজন পথচারী আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের এখানে ঢাকা কলেজের শিক্ষার্থী রায়হান চিকিৎসা নিয়েছেন। কোনো আশঙ্কা নেই। আশা করি সুস্থ হয়ে যাবেন।