ক্যাম্পাস

প্রকাশ হচ্ছে নাজনীনের প্রথম বই ‘কে বলে বুড়ো’

অমর একুশে বইমেলা-২০২২ এ নাজনীন মোসাব্বেরের প্রথম বই ‘কে বলে বুড়ো’ প্রকাশ হতে যাচ্ছে। 

বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা ‘আজব প্রকাশ’। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। তবে ১৫ অক্টোবরের মধ্যে আজব প্রকাশের ফেসবুকে পেজে প্রি-অর্ডার করলে ২৫ শতাংশ মূল্য ছাড়ে বইটি পাবেন ১৫০ টাকায়।

নাজনীন মোসাব্বের বলেন, ‘এটি আমার প্রথম বই। এতে কবিতা ও গল্প রয়েছে। আশাকরি বইটি পড়লে ভালো লাগবে। আমি বেশি কিছু বলবো না, পাঠকই বিচার করবেন বইটির ভালো মন্দের।’

নাজনীন মোসাব্বের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একইসঙ্গে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকার গুলশানে থাকেন।

তিনি ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি শাখার ‘ক্লাব এডিটর' ও শিল্প-সাহিত্যের ফেসবুক গ্রুপ ‘সৃজন'-এর সাথে যুক্ত রয়েছেন।