ক্যাম্পাস

বাঙলা ক‌লেজ ছাত্রলীগের সম্প্রীতি মিছিল

কুমিল্লা ও রংপুরসহ দে‌শের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেছে বাঙলা ক‌লেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ক‌লে‌জ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

এ স‌ময় ছাত্রলীগ নেতারা ব‌লেন, দেশব্যাপী মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। আমরা এ ধরণের সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানাই। 

তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদা‌য়িকতার ঠাঁই নেই। যারা ধর্মের না‌মে রাজনী‌তি ক‌রে এবং ধ‌র্মের না‌মে অপব্যাখ্যা দি‌য়ে সাধারণ জনগণের কা‌ছে উস্কানিমূলক বার্তা ছড়ায় তা‌দের শক্ত হা‌তে প্র‌তিহত কর‌তে হ‌বে। 

তারা আ‌রও ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য এবং সকল ধ‌র্মের মানু‌ষের সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু ‘কুচক্রী মহল’ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হ‌য়ে সহিংসতা রুখতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সম‌য় বাঙলা ক‌লেজ শাখা ছাত্রলী‌গ নেতা তোফাজ্জল হোসেন পলাশ, মা‌নিক চৌধুরী, এইচএম সাদ্দামসহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছি‌লেন।