ক্যাম্পাস

আলাউদ্দিন হোসেনের শীতের ছড়া

শীতের পরশ

ছাতিম তলা শীতের ছোঁয়া খেজুর গাছে রস শীতের পরশ কমল দেহ সদা খসখস। 

ঘাসের ডগায় শিশির কণা শীতল সারারাত ঠান্ডা হাওয়া মেতে ওঠে কুয়াশা প্রভাত। 

পল্লীগাঁয়ে শীতল হাওয়া   সন্ধ্যা নামে তীরে  মাঠ পেরিয়ে হানামারে রূপের পল্লী নীড়ে।    

শীতের ছবি

আঁকাবাঁকা মেঠো পথ দূর্বাঘাসের সারি শিশির কণা খেলা করে মিষ্টি রোদে ভারী। 

সর্ষে ফুলে শিশির জমে সূর্যে পড়ে ঝরে শীতল হাওয়া এদিক ওদিক চলে গ্রাম ভরে। 

খেজুর গাছে রসের হাঁড়ি বাঁধা সারি সারি ভোর বেলাতে পল্লীবালা পরে শীতের শাড়ি।  

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।