ক্যাম্পাস

৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চমেবি ৭ম 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (চমেবি)। দেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয়।   

মঙ্গলবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০.৮৮ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছে চমেবি। মূল্যায়নে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন, স্বল্প সময়ের মধ্যে এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের এপিএ’র ফোকাল পয়েন্ট, এপিএ টিমের সব সদস্য এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতে যেন ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করতে পারে, সেই চেষ্টা অব্যাহত রাখবো। সবার সহযোগিতা কামনা করছি।