ক্যাম্পাস

অর্থনীতি সমিতির সহ-সভাপতি ইবি অধ্যাপক ড. আলমগীর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। 

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বিভাগ সূত্রে এতথ্য জানা যায়। এর আগে ২৫ ডিসেম্বর অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলন শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ নির্বাচন হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং সদস্য পদে একই বিভাগের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও, সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত ও সাধারণ সম্পাদক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এবিষয়ে অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা চেষ্টা করবো অর্থশাস্ত্র দিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমাদের লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক বিষয়ে সমতা নিয়ে আসা ও তা গণমানুষমুখী করা এবং অর্থনীতিকে একটা সহজ সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা।’