পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘অরুণোদয় আবৃত্তি প্রতিযোগিতা’র আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘কণ্ঠস্বর’।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৯ জানুয়ারি বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ‘গ্যালারি-২’-এ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগীরা তাদের পছন্দ মতো যেকোনো কবিতা আবৃত্তি করতে পারবেন। তবে আবৃত্তির সময় সর্বোচ্চ দুই মিনিট দেওয়া হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে ৮ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে ফরম পূরণ করতে হবে। প্রতিযোগিতায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের (১২তম ব্যাচ) শিক্ষার্থীরাই অংশগ্রহন করতে পারবে।
অথবা কেউ চাইলে ৮ তারিখ সকাল ১০টা থেকে ৩টার মধ্যে প্রতিযোগিতার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে ফরম নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
সংগঠনের সভাপতি তারেক হাসান বলেন, প্রতিবছরই আমরা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে এই অরুণোদয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে থাকি। গত বছর করোনা মহামারির কারণে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। এখন ক্যাম্পাস খোলার পর আমরা নবীনদের নিয়ে আয়োজন করছি।
শুধু একটা ব্যাচকে নিয়েই এই আয়োজন কেন, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবছর আমাদের আরও কিছু প্রতিযোগিতার আয়োজন থাকে। সেখানে সব ব্যাচেরই অংশগ্রহণ থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা নতুন আসেন, তাদের মধ্য থেকে আবৃত্তিশিল্পী খুঁজে বের করা এবং নতুনদের কবিতা এবং আবৃত্তির প্রতি আগ্রহী করে তুলতেই নবীনদের নিয়ে আমাদের এই আয়োজন।