ক্যাম্পাস

পিঠাপুলির সুবাসে ইবিতে পৌষ উৎসব

প্রেমপত্র, ভালোবাসার গোলাপ, ঝাল পাটি সাপটা, পিংক, দুধ সরু, পাতা নকশী, পাতা, ঝাল পুলি, বিস্কুট, বরফি, পায়েস, ডিম সুতি, নকশী, বকুল, শঙ্খ, শুকনো, সিদ্ধ কুলি, দুধ চিতইসহ বাহারি নামের ৩৭ রকমের পিঠা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পৌষ উৎসব হয়েছে। 

‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠা পুলির সুবাস’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে এই আয়োজন করে। বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ আয়োজনের উদ্বোধন করেন।

এর আগে পৌষ উৎসব উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুব মুর্শেদ, অধ্যাপক ড. রশিদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, ড. ইয়াসমিন আরা সাথী, সহকারী অধ্যাপক রোজী আহমেদ, ফৌজিয়া খাতুনসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।