ক্যাম্পাস

চুয়েট শিক্ষক সমিতির দায়িত্ব হস্তান্তর 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়েছে। 

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। 

শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক নাহিদা সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সানাউল রাব্বী। এতে বিদায়ী কমিটির আর্থিক বিবরণী পেশ করেন কোষাধ্যক্ষ এটিএম শাহজাহান।

অনুষ্ঠানের শুরুতে ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত প্যানেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপাচার্য। এরপর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক কমিটির নবনির্বাচিত সভাপতি ও যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. বশির জিসান।