ক্যাম্পাস

ইফতার নিয়ে বৃদ্ধাশ্রমে ‘রক্তিমা’

কুষ্টিয়ার উদয় মা ও শিশু বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে ইফতার করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিমা’র সদস্যরা। 

মঙ্গলবার (১২ এপ্রিল) আশ্রমটির ৩০ জন বৃদ্ধা মাকে নিয়ে ইফতারের আয়োজন করে সংগঠনটি। 

এসময় রক্তিমার সাধারণ সম্পাদক আরাফাত, সাংগঠনিক সম্পাদক সাকিব ফরাজী, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম আদনান, উম্মে হাবিবা হ্যাপী, জীম আহমেদসহ রক্তিমার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। একই দিনে এতিম শিশুদের মাঝেও ইফতার বিতরণ করে সংগঠনটি।

উল্লেখ্য, রক্তিমা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছায় রক্তদান সংস্থা। রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং সহায়তা করার উদ্দেশ্য নিয়ে রক্তিমা প্রতিষ্ঠিত হলেও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা, গর্ভবতী মায়েদের সেবা বিষয়ক কর্মশালা, এতিম পথশিশুদের শিক্ষা এবং বৃদ্ধাশ্রমে আশ্রিত মানুষের সেবা করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।