ক্যাম্পাস

ইডেন মহিলা কলেজে উত্তেজনা

হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। 

শুক্রবার (১৩ মে) রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ কলেজের আশপাশ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার পর পর হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় কয়েকজনকে মারধর ও হলের কক্ষের ভেতর ভাঙচুর করা হয়।

শিক্ষার্থীরা জানায়, শুক্রবারে ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরই নতুনরা হল দখল এবং নিজেদের আধিপত্য বিস্তার করতে যায়। এসময়  হলে থাকা পুরনো ছাত্রীদের তারা জোর করে বের করে দেয়।  শত শত শিক্ষার্থী এর প্রতিবাদ করে। শুরু হয় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ঘটনা যেন  বিশৃংখল বা নাশকতায় রূপ না নিতে পারে সেজন্য ইডেন কলেজের আশপাশে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।