ক্যাম্পাস

১৫৯ কোটি টাকা বাজেট পেলো ইসলামী বিশ্ববিদ্যালয় 

২০২২-২৩ অর্থবছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বাজেট অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১০ হাজার ৪৪৪ কোটি ৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ৫৭৭ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৯৩৭ কোটি ৮০ লাখ টাকা। যার মধ্যে ২০২২-২৩ অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয় বাজেট পেয়েছে ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, গতবারের তুলনায় এবার ইউজিসি থেকে বাজেটের আকার বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে ইবির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মূল বাজেট ছিল ১৪৭ কোটি ৪ লাখ টাকা। যা এবারের বাজেটে ১২ কোটি ৬৫ লাখ টাকা বেড়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে কম বাজেট পেয়েছে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।