ক্যাম্পাস

‘পিএইচডি ইনক্রিমেন্ট স্থগিতের সিদ্ধান্ত রূপকল্প-৪১ পরিপন্থী’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ এর পরিপন্থী বলে জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।

শনিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সূত্রে এতথ্য জানা যায়। এর আগে শুক্রবার রাতে সংগঠনটি এ বিষয়ে একটি বিবৃতি দেয়। 

এতে নেতারা বলেন, ‌জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ এর অন্যতম লক্ষ্য বিশ্বে শিক্ষা ও গবেষণায় নেতৃত্ব প্রদান। এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের শিক্ষা ও গবেষণার চলমান অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য হঠাৎ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এমন অনুরোধ চরম বৈষম্যমূলক ও বিমাতাসূলভ আচরণ, যা প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ এর পরিপন্থী। 

বিবৃতিতে নেতারা আরও বলেন, শিক্ষকদের তিনটি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার এই সিদ্ধান্ত  শিক্ষকদের আরও অসন্তোষ তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীদের শিক্ষকতা ও গবেষণা পেশায় আসতে নিরুৎসাহিত করবে।