ক্যাম্পাস

এশিয়ান ইউনিভার্সিট ফর উইমেন’র দশম সমাবর্তন অনুষ্ঠিত 

দক্ষিণ এশিয়ার একমাত্র নারী বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের আরেফিন নগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। 

সমাবর্তনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সাবেক বৃটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজ চেয়ার শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি। বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী পল নায়রুপ রাসমুসেন।

বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক, বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার কামাল আহমেদ, কো-ফাউন্ডার জ্যাক মায়ের। সাবেক মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ এবং হিলারি ক্লিনটনের শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠানে পাঠ করে শুনানো হয়।

সমাবর্তনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ ১৬টি দেশের ৩শ’ ছাত্রীকে আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান করা হয়।  শিক্ষামন্ত্রী দিপুমনি, চেরি ব্লেয়ারসহ অতিথিরা ছাত্রীদের হাতে সনদ তুলে দেন।