ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ৩১ জানুয়ারি থেকে ক্লাস শুরু 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৩১ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবীর। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্পিকার হিসেবে থাকবেন শহীদ বুদ্ধিজীবী ডা.আলীম চৌধুরীর কন্যা অধ্যাপক ডা.নুজহাত আলীম চৌধুরী।

৩১ জানুয়ারি সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে উপস্থিত থাকবেন এবং সেখানে বিভাগ থেকে তাদের বরণ করে নেওয়া হবে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের পাঠদান শুরুর নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।ভর্তি প্রকৃয়া বিলম্বিত হওয়ার কারণে ১ জানুয়ারি পাঠদান শুরু করা সম্ভব হয়নি।