ক্যাম্পাস

পিডিএফ জবি শাখার নেতৃত্বে অন্তরা-রায়হান

ফিজিক্যালি চ্যালেঞ্জেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তরা ইসলামকে সভাপতি এবং রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান বেপারীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

পিডিএফের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মিজানুর রহমান কিরণ, পিডিএফ ইয়ুথ নেটের টিম লিড নাজমুস সাকিব ও জবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটির সহ-সভাপতি পদে নুরুল ইসলাম, জান্নাতুল আফরিন নিম্মি, যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র বর্মন, অর্থ সম্পাদক মইনুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান রিক, দফতর সম্পাদক নাঈম আকন, লজিস্টিক সম্পাদক শিহাব মোর্শেদ সোহান, যোগাযোগবিষয়ক সম্পাদক নিসরাত জাহান লিজা, কর্পোরেট নেটওয়ার্কিং সম্পাদক স্বপ্না রাজবংশী, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি সম্পাদক মো.আফজাল হোসেন মইন, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রাইসাতুল জান্নাত জোয়াইরা, ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সম্পাদক সান্দিদ চৌধুরী, ছাত্রকল্যাণ সম্পাদক এমরান হোসেন ফাহিম, ক্রীড়া সম্পাদক কিংকর ঘোষ, সংস্কৃতি সম্পাদক রেহনুমা নুরাইন বুশরা, প্রেস সেক্রেটারি মোছা. রোকাইয়া আক্তার ও কার্যনির্বাহী সদস্য পদে মো. সাজ্জাদ হোসেন, নওরিন আক্তার ও আয়েশা আক্তার স্বপ্না মনোনীত হয়েছেন।

পিডিএফ ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও প্রবেশগম্য ক্যাম্পাস গঠনের লক্ষ্যে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিক্ষার্থীরা একযোগে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫০ এর অধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অধ্যায়ন, বিভিন্ন বৃত্তির ব্যবস্থাকরণ, আবাসন নিশ্চিতকরণ, সফট স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামসহ নানান সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। এ শাখা থেকে ১৫ শিক্ষার্থী বিভিন্ন সময় আর্থিক সহায়তা পেয়েছে। ৬২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে চলেছে বিশ্ববিদ্যালয়ের ৮২ জনের মতো অপ্রতিবন্ধী শিক্ষার্থী। যারা তাদের কর্মক্ষেত্রের মধ্যে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এবং জবি পিডিএফের উপদেষ্টা ড. মো. আইনুল ইসলাম, জবি পিডিএফের আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. শহীদুল হক, সদস্য সচিব রাজেশ কুমার দেব, সদস্য মো. রেজাউল করিম ও সদস্য শাহ মো. আজিমুল এহসানের তত্ত্বাবধানে জবি পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে আসছে।